চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাগুরাঘোনা ইউনিয়নে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মুস্তাফিজুর রহমান উপস্থিত থেকে ধান ক্ষেতে ডাল পুতে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার (এসএপিপিও) সঞ্জয় দেবনাথ, আটলিয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আশুতোষ দাস, মাগুরাঘোনা ইউনিয়নে উপ-সহকারী কৃষি অফিসার দাস নরহরি, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ ও বেতাগ্রাম ব¬কের কৃষকরা।
8,604,910 total views, 12,789 views today