প্রেস বিজ্ঞপ্তি : জনতা ব্যাংক সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মো: আব্দুর রহিম স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঠিকানা পরিবার। শুক্রবার রাতে শহরের পলাশপোলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম আফতাবুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আশরাফুল আলম সিদ্দিকের সঞ্চলনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ শেখ আব্দুল্লাহ আল ইয়াছিন, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, নির্বাহী সদস্য ভোলানাথ বৈদ্য, মোতাসিম বিল্লাহ, রবিউল ইসলাম, সুসান্ত চ্যাটার্জি, সুজল কুমার বসু, শেখ আমজাদ হোসেন, ফয়সাল মো. আরিফ উদ্দ-দৌলা প্রমুখ। প্রসঙ্গত, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির সভাপতি আব্দুর রহিম স্বপ্নের ঠিকানা সংগঠনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।