অক্টোবর ১৬, ২০২০
গাভায় গাছের সাথে শত্রুতা
ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভায় পূর্ব শত্রæতার জের ধরে দিনে-দুপুরে প্রায় ১ লক্ষ টাকার গাছ নিধন করার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গাভা গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র মো. আয়ুব আলী (৫৫) ও মইনুর রহমান (৪৫) এর গাভা মৌজার ১৫৯ নং খতিয়ানের সাবেক দাগ নং- ৪৮৪, হাল দাগ- ৭৪৪, ৭৪৬ এর ৪৮ শতক ভিটা বাড়ি রয়েছে। প্রায় ২ বছর আগে তাদের পিতা মারা যাওয়ার পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করে দেয়। কিন্তু গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মইনুর রহমান তার বড় ভাইয়ের একাংশের জমিতে প্রায় ৭শ’ কচু গাছ, ২০টি আমগাছ, ৩০টি মেহগনি গাছ ও ৪০টির মতো বাঁশ গাছ কেটে দেয় এবং সেখানে বেড়া দিয়ে দেয়। এ বিষয়ে আয়ুব আলী বলেন, ‘আমরা ২ ভাই ও ৪ বোন। আমার পিতা মারা যাওয়ার পরে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের সম্পত্তি ভাগ করে দেয়। যেখানে আমার পশ্চিম অংশ এবং আমার ছোট ভাই মইনুরের পূর্ব অংশে করে দেয়। কিন্তু সে অংশে জমি পাবে বলে আমার অনুপস্থিতিতে আমার লাগানো প্রায় ১ লক্ষ টাকার গাছ কেটে সাবাড় করে দেয়’। পরে মইনুরের সাথে মোবাইলে জানতে চাইলে তিনি জানান, ‘আমি সাতক্ষীরা দিবা নৈশ কলেজের প্রভাষক। সেই সুবাদে আমি সাতক্ষীরায় বসবাস করি। উক্ত বিষয়ে কয়েকবার সালিশি বসবাস করার কথা থাকলেও আমার বড় ভাই আয়ুব আলী সেখানে উপস্থিত হয় না। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আদেশক্রমে আমি সেখানে গাছ কাটি’। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা বলে আমরা এ বিষয়ে কিছু জানি না। 8,960,845 total views, 16,595 views today |
|
|
|