অক্টোবর ১৬, ২০২০
মুন্সীগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার হরিনগর বাজারে সুন্দরবন রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা করব রক্তদান, বাঁচতে দেশের হাজার প্রাণ’ ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের সহযোগিতায় শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১০টা থেকে দিনব্যাপী সুন্দরবন রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন করা হয়। এদিন ৪শ’ জনের রক্তের গ্রæপ নির্ণয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে তারা। ইউপি সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি। রক্তের গ্রæপ নির্ণয় সামগ্রী প্রদান করেন দেবব্রত কুমার মন্ডল। রক্তের গ্রæপ নির্ণয় করেন হাফিজুর ও মুকুল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন রক্তদান সংস্থার সভাপতি হাফিজুর রহমান। 8,948,863 total views, 4,613 views today |
|
|
|