অক্টোবর ১৪, ২০২০
রায়নগর নৌ-পুলিশের বিরদ্ধে জেলেদের থেকে চাঁদা আদায়ের অভিযোগ
জি.এম মাসুম বিল্লাহ, মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবনের কোল ঘেঁষা শ্যামনগর উপজেলার ভেটখালী রায়নগর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের অভয়ারণ্য থেকে লোকালয়ে ফিরে আসা ভুক্তভোগী জেলে গাবুরা এলাকার গোলাম, আলম, এমদাদুল, আজিজুল সহ একাধিক জেলে বলেন, ‘গত ৫ অক্টোবর ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশ সুন্দরবনে অভিযান চালায়। এ সময়ে অভয়ারণ্য এলাকায় জেলেরা সামনে পড়ায় সাদা মাছ ও কাঁকড়ার প্রতিটি নৌকা থেকে ৫শ’ থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করে’। তারা আরও জানায়, ‘আমাদের বৈধ পাশ থাকা সত্তে¡ও সুন্দরবনের তালপট্ট ও কাছিকাটা এলাকায় মাছ ধরতে গেলে ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশেরা আমাদের দেখে নৌকা রাখতে বলেন এবং অভয়ারণ্য এলাকায় প্রবেশের দায়ে আমাদের কাছ থেকে জোর করে ২ হাজার করে টাকা সহ মাছ নিয়ে নেন। এছাড়া বাংলাদেশ ভারত সীমানার নদীর পানির খাল নামক স্থানে ভারতীয় ২টি ট্রলার আটক করলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ১টি টলার ছেড়ে দেয়। অন্য ১টি ট্রলার নিয়ে চলে আসে’। এ বিষয়ে ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্বাস আলী বলেন, ‘আমরা নৌ ফাঁড়ি স্থাপনের জন্য সুন্দরবনে জায়গা দেখতে যাওয়ার পথে নিষিদ্ধ এলাকা থেকে ১টি ট্রলার আটক করি। ট্রলারে থাকা জেলেরা পালিয়ে গিয়েছিল। জেলেদের কাছ থেকে চাঁদা আদায় ও মাছ নেওয়ার বিষয়টি মিথ্যা’। 8,958,162 total views, 13,912 views today |
|
|
|