অক্টোবর ১৩, ২০২০
ঝাউডাঙ্গায় স্বাস্থ্য কেন্দ্রর পাশে আবাসিক এলাকায় ভূষির মিল স্থাপনের অভিযোগ
স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন “ঝাউডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র” ও আবাসিক এলাকায় আটা-ময়দা-ভূষির মিল স্থাপনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ‘ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন ঝাউডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সম্মুখে বসত বাড়ির সাথে পরিবেশ ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে এলাকাবাসির প্রবল আপত্তি উপেক্ষা করে ক্ষমতার প্রভাব খাটিয়ে ঝাউডাঙ্গা এলাকার ডা. মজনুর রহমানের ছেলে মাশহাদুর রহমান সোহাগ আটা-ময়দা ও ভূষির মিল স্থাপনের প্রচেষ্টা করছে। ওই মিলের ১৫-২০ ফুট দূর থেকেই আবাসিক এলাকা। অভিযোগে উল্লেখ করা হয়, মিলটি পরিপূর্ণ চালু হলে এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ব্যাহত হবে। বায়ু দূষণের মধ্যদিয়ে এলাকাবাসী মারত্মক ক্ষতির সম্মুখীন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চিকিৎসা ও বসবাসের অনুপযোগী হয়ে যাবে’। এ বিষয়ে অভিযোগকারী এলাকাবাসী জানায়, আমরা গণ স্বাক্ষরকৃত দরখস্ত প্রায় ২ মাস পূর্বে বাজার কমিটির নিকট আবেদন করেছিলাম। কিন্তু বাজার কমিটি আজও কোন পদক্ষেপ না নেওয়ায় ১২/১০/২০২০ ইং তারিখে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছি। এলাকাবাসী আরও জানায়, আমরা অনেকবার তাকে নিষেধ করেছি। কিন্তু সে কোন বিধি নিষেধ না মেনে মিল স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন হুমকি মূলক কথা বলছে। এ বিষয়ে ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি জাহিদ হোসেন জানান, বিষয়টি বাজারের হলেও ওয়ারিয়া ওয়ার্ডের মধ্যে সেহেতু মেম্বর চেয়ারম্যানের কাছে জানানোর কথা বলেছি’। এলাকাবাসী আবাসিক এলাকায় মিলের স্থাপনা বন্ধে কার্যকারী পদক্ষেপ নিতে জেলা প্রশাসক সহ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 8,951,239 total views, 6,989 views today |
|
|
|