শ্যামনগর অফিস : কালিগঞ্জের দক্ষিণ বন্দকাটি নব-দিগন্ত যুব সংঘ গোল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালিগঞ্জের উত্তর শ্রীপুরের ইফতেখার হোসেন ও রানার্স আপ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম,মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, ইউপি সদস্য মনিরুল ইসলাম, সদস্যা লাইলী পারভীন, ক্লাবের সভাপতি সাহারিয়া পারভেজ (টিপু), সেক্রেটারি জাহাঙ্গীর আলম সোহাগ প্রমুখের উপস্থিতিতে দাবা খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন-সিরাজিয়া পারভেজ টুটুল ও সদরুজ্জামান পিন্টু।
8,952,842 total views, 8,592 views today