শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ইউনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার। বুধবার (০৭ অক্টোবর) দুপুরে তিনি শ্রীউলা ও বকচর গ্রামে অস্থায়ী টিকাদান কেন্দ্র সাব বøক খ/১, জয়নুদ্দীন সরদার ও জহুরুল হক মোল্যার বাড়িতে অনুষ্ঠিত ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘নদী ভাঙন এলাকার পানি-বন্দী শিশুরা যেন ভিটামিন খাওয়া থেকে বাদ না পড়ে সে জন্যে প্রত্যেককে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কাক্সিক্ষত লক্ষে পৌঁছাতে আমরা সব রকমের সহযোগিতা অব্যাহত রাখব’। এ সময় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডল, আঃ মান্নান, প.প. সহকারী নাসিমা খাতুন, জুলেখা পারভীন সহ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।