অক্টোবর ৭, ২০২০
মাদকমুক্ত কালিগঞ্জ উপজেলা ঘোষণা দিতে প্রশাসনের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি : মাদক মুক্ত কালিগঞ্জ উপজেলা ঘোষণা দিতে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় কালিগঞ্জ উপজেলাকে মাদক মুক্তকরণে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন, সীমান্তবর্তী অঞ্চলে বিজিবি’র টহল জোরদার, মাদকের বিরুদ্ধে ব্যাপক প্রচার প্রচারণা, উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক মাদক বিরোধী কনসার্ট, কাউন্সিলিং হোম, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধিকরণ, ডোপ টেস্টের মাধ্যমে শনাক্তকরণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। 8,953,560 total views, 9,310 views today |
|
|
|