অক্টোবর ৭, ২০২০
আনুলিয়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষ: দুই পক্ষের পাল্টাপাল্টি এজাহার
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির আনুলিয়ায় জমিজমা সংক্রান্তে সংঘর্ষে উভয়পক্ষের ১২জন আহত হওয়ার ঘটনায় দু’পক্ষই একে অপরকে দোষারোপ করে থানায় পাল্টাপাল্টি এজাহার দায়ের করেছেন। জানা গেছে, ঘাসটিয়া গ্রামের মৃত যতিন্দ্র নাথ সরদারের ছেলে হরিদাশ সরদার (৬৫) ও একই গ্রামের কোমল কান্তি সরকারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়ালেও দখল নিয়ে কোন পক্ষই সুষ্ঠু সমাধানের পথ ধরেননি। এই বিরোধের জের ধরে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে দু পক্ষের লোকজনের মধ্যে জমির দখল নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে হরিদাশ সরদারের পক্ষে ছেলে ব্রজেন (৩৩), বৌমা ঝরনা (২০), ভ্রাতৃবধূ সবিতা (৪২), ঝর্ণা (৩৫), ভাইপো জগদীশ (১৮), চাচাতো ভাই ভূপেন ও উপেন আহত হলে তাদের গ্রামের ডাক্তার চিকিৎসা দেন। অপর পক্ষে কোমল কান্তি (৬০), ছেলে সুকুমার (২৫), ঘণশ্যাম (২৮), বিকাশ (২৫) ও জয়ন্ত আহত হয়। হরিদাশ সরদার জানান, ‘কোমল কান্তি লোকজন নিয়ে অন্যায়ভাবে আমার ভিটাবাড়ির জমি ও মৎস্য ঘেরের জমি জবর দখল করে রেখেছে। আমি বিজ্ঞ আদালতে মামলার রায় পেয়ে আমার প্রাপ্য জমিতে গেলে তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মারপিট করতে আসে। ঘটনার দিন তারা আমাদের মারপিট করে মেয়েদের শ্লীলতাহানী ঘটিয়ে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে’। অপরদিকে, কোমল কান্তি একইভাবে নালিশী সম্পত্তিকে নিজেদের দাবি করে বলেন, ‘হরিদাশ সরদার গং আমাদের সম্পত্তি জবর দখল করতে এসে মারপিট করে আমাদের গুরুতর আহত করেছে’। এ বিষয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবীর জানান, দু’পক্ষের এজাহার পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 8,958,007 total views, 13,757 views today |
|
|
|