অক্টোবর ৬, ২০২০
কালিগঞ্জে পুলিশের উদ্যোগে তালের বীজ বপন
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বজ্রপাত প্রতিরোধে তালের বীজ বপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ৩ টার দিকে ‘‘বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে থানা পুলিশের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন। এ সময় তিনি বলেন, তালগাছ ৯০ থেকে ১০০ ফুট উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্রপাত সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূ-গর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তালগাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা, ঘটে বৃষ্টিপাতও। তালগাছের শিকড় মাটির অনেক নীচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোন কিছু চাষ হয় না সেখানেও তালগাছ শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার ল্যান্ডস্কেপ, বাঁধ ও নদীভাঙন ঠেকাতে এর রয়েছে সফল প্রয়োগ। তবে ধীরে ধীরে এদেশ থেকে হারিয়ে যাচ্ছে এ গাছটি। যার ফলে প্রতিবছর বজ্রপাতে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। এমতাবস্থায় তাল গাছ লাগানোর বিকল্প নেই বলে জানান তিনি। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক অর্পণা রানী বিশ্বাস, অনুপ কুমার দাস, সিহাবুল ইসলাম, পুলিশ সদস্য সুফল, নুরে আলম, সাইদুর রহমান, রিপোর্টার্স ক্লাবের অফিস সহকারী প্রসেনজিৎ কুমার ঘোষ প্রমুখ। 8,959,975 total views, 15,725 views today |
|
|
|