অক্টোবর ২, ২০২০
কালিগঞ্জে জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজার তিনদিন ছুটির দাবিতে ও দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে মানবন্ধনে বক্তব্য রাখেন সভাপতি ডা. পতিরাম মল্লিক, নির্বাহী সভাপতি মাস্টার প্রভাষ মন্ডল, সিনিয়র সভাপতি বিজিত কুমার বর্ম্মন, সিনিয়র সভাপতি চÐীচরণ মÐল, সহ-সভাপতি জয় কুমার দাস, সহ-সমন্বয়কারী পুলক সরকার, কোষাধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, যুগ্ম-সম্পাদক উজ্জ্বল মন্ডল, দপ্তর সম্পাদক স্বপন চ্যাটার্জী, সমাজ কল্যাণ বিষয়ক মেম্বর নিরঞ্জন মন্ডল, মানবাধিকার সম্পাদক মাস্টার বিধান সরকার, দলিত ফেডারেশনের সুশান্ত দাস, সংকর দাস, তারক দাস, রতনপুর ইউনিয়নের সভাপতি বিক্রম পাত্র, বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, মৌতলা ইউনিয়নের সভাপতি বলাই দাস, সম্পাদক সুকদেব রায়, ভাড়াশিমলা ইউনিয়নের সভাপতি বিমল ঢালী, নলতার সাধারণ সম্পাদক দেবপ্রসাদ বিশ্বাস, তারালী ইউনিয়নের সভাপতি সংকর সরকার, যুব জোটের প্রকাশ দেবনাথ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বপন বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে প্রতিষ্ঠাকালীন সদস্য ও জাতীয় হিন্দুমহাজোটের জোটের সম্পাদক গোপাল চন্দ্র সরদার। 8,951,285 total views, 7,035 views today |
|
|
|