অক্টোবর ২, ২০২০
নাজিমগঞ্জে খাস জমিতে অবৈধ স্থাপনা: অভিযানে উচ্ছেদ
মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের জমিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণকালে ৩টি ভবনের দ্বিতীয় তলার বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এই অভিযান পরিচালনা করেন। পরে উচ্ছেদকৃত স্থাপনার সকল মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। জানা যায়, নাজিমগঞ্জ বাজারে সরকারি জায়গায় অবস্থিত বসন্তপুর গ্রামের মৃত কাঙলা কারিকরের ছেলে আমির হোসেন, একই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলীর ছেলে মাসুদ রানা এবং বাজারগ্রামের মৃত শেখ আব্দুল গফফারের ছেলে মঞ্জুরুল ইসলামের মালিকানাধীন ভবনে দু’তলা নির্মাণ করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল ঘটনাস্থলে যেয়ে নির্মাণাধীন তিনটি ভবনের দ্বিতীয় তলার বর্ধিত অংশ ভেঙে দেয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনটি দোকানের ইট, রড, খোয়া ও বালুসহ যাবতীয় মালামাল প্রকাশ্যে নিলামের মাধ্যমে ১ লক্ষ ৯৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 8,951,921 total views, 7,671 views today |
|
|
|