অক্টোবর ১, ২০২০
বুড়িগোয়ালিনীতে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সাবেক ইউপি সদস্য সুশীল মন্ডলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ঠ ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধু এ অভিযোগ করেন। এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার ওই নরীর স্বামী মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। তিনি (স্বামী) জানান, ‘তার স্ত্রী বৃহস্পতিবার (০১ অক্টোবর) আনুমানিক সকাল ৯ টার দিকে সাবেক ইউপি সদস্য সুশীল মন্ডলের বাগানে কচুরমুখী তুলতে যান। এ সময় সাবেক ওই ইউপি সদস্য তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে’। তিনি আরও জানান, ‘এর আগেও অনেকবার সুশীল মন্ডল আমার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসলেও একই পাড়ার প্রতিবেশী বলে পাত্তা দিতাম না। তবে আজ সকালে আমি বাসায় এসে দেখি আমার স্ত্রী পাশের বাসার এক বৌদির সাথে কান্নাকাটি করে এই ঘটনা জানাচ্ছিল। আমি সেই ছেঁড়া কাপড় সহ তাকে শ্যামনগর (সদর) হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছি। হাসপাতালে ভর্তি করে থানায় যেয়ে আইনের আশ্রয় নেবো’। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সুশীল মন্ডল জানান, ‘পূর্ব শত্রæতার জের ধরে এবং পারিবারিক কলহ থাকার কারণে আমার বিরুদ্ধে এরকম মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলেছে’। এ বিষয়ে শ্যামনগর থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই মামুন বলেন, ‘এই বিষয়ে শ্যামনগর থানায় এখন পর্যন্ত কোন এজাহার জমা হয়নি’। 8,958,010 total views, 13,760 views today |
|
|
|