নিজস্ব প্রতিনিধি : ‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’ এ ¯েøাগানকে সামনে রেখে আশাশুনিতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারলে মেয়েরাই স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের সেবা করতে পারবে। মেয়েদের শিক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে’। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি ও আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান।