সেপ্টেম্বর ২৯, ২০২০
পাটকেলঘাটায় বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার
নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার কুমিরায় জেলা পুলিশের আয়োজনে এলাকার অবহেলিত ৭৯ জন বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, তালা পাটকেলঘাটার সার্কেল এসপি হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাজী হিল্লোল প্রমুখ। পাটকেলঘাটার কপোতাক্ষ পাড়ে দীর্ঘদিন মানবতার জীবন যাপন করছে অনেকগুলো বেদে পরিবার। তাদেরকে আধুনিকীকরণ করার লক্ষ্যে জেলা পুলিশ পাশে থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার। তাদের যেন আর মানবেতর জীবন যাপন না করতে হয় সেজন্য ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ এবং ফ্রি ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। যদি কেউ সেলাই প্রশিক্ষণ গ্রহণ করতে চাই সেটাও বিনা খরচে ব্যবস্থা করা হবে। যাদের স্থায়ী বসবাসের জন্য কোন ঘর নেই সেই সব অবহেলিত মানুষের জন্য ঘরের ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশ সুপার। 8,571,929 total views, 10,634 views today |
|
|
|