সেপ্টেম্বর ২৮, ২০২০
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৫ জেলে আটক
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : অবৈধভাবে মাছ শিকারের দায়ে সুন্দরবনের অভয়ারণ্য থেকে মাছ ধরার নৌকা ও মাছ সহ ৫জন জেলেকে আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টার সময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকি বন টহল-ফাঁড়ি এলাকা থেকে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের আটক করে। এ সময় দুটি মাছ ধরা নৌকা ও মাছ জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার সোনাখালীর আকবার আলীর ছেলে আনছার আলী (৪০), বংশিপুরের মমিন গাজীর ছেলে আজগার গাজী (৩৬), সোনাখালীর শামছুর গাজীর ছেলে আলমগীর (৩৬), আফসার আলীর ছেলে জামাল হোসেন (৩০) ও আকবার আলীর ছেলে আকরাম গাজী (৪৫)। তবে তাদের আটকের সময় গাবুরার পার্শ্বেমারী গ্রামের সহরাব গাইনের ছেলে নজরুল ইসলাম পালিয়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ সূত্র। আটককৃত জেলেদের সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ। মামলার বাদী সুন্দরবন নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম জানান, ‘ধৃত আসামিদের বন আইনের ২৬ (১) ও ২৬ (১ধ)(ভ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া জব্দ কৃত মাছ ৪০ কেজি মাছ আদালতে পাঠানো হয়েছে’। 8,955,613 total views, 11,363 views today |
|
|
|