সেপ্টেম্বর ২৮, ২০২০
আশাশুনিতে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কেক কেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কেক কেটে ও মিষ্টি বিতরণ করে দলীয় নেত্রীর পক্ষ থেকে দিবসটির শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন, সততা, নিষ্ঠা ও ব্যক্তিত্বে বিশ্বে একজন অনুকরণীয় নেতা। আমরা গর্বিত এমন একজন নেত্রীকে পেয়ে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জননেত্রীর ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব তার শুভ জন্মদিনে দৃঢ়ভাবে এ অঙ্গীকার করছি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান মন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈয়বার রহমান, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম প্রমুখ। 8,956,896 total views, 12,646 views today |
|
|
|