সেপ্টেম্বর ২৭, ২০২০
সদর উপজেলা আওয়ামীলীগের দুই গ্রæপের পাল্টাপাল্টি কর্মসূচি: শহর জুড়ে উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি : ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রæপের নেতৃবৃন্দ পাল্টা-পাল্টি কর্মসূচি দিয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি কামনা করে শহর জুড়ে চলছে মাইকিং। সদর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রæপের এ প্রচার প্রচারণা নিয়ে হাটে বাজারে ও চায়ের দোকানে চলছে নানান গুঞ্জন। তাছাড়া একই সময়ে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালনের প্রস্তাবে দুই গ্রæপের এই কর্মসূচিকে কেন্দ্র করে শহর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতৃবৃন্দরা মনে করছেন, একই স্থানে দুই গ্রæপের পাল্টা-পাল্টি কর্মসূচিতে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন জানান, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি পালনে জেলা শিল্পকলা একাডেমি ব্যবহার করার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের এক গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম ও অপর গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত দুইটি আবেদন পেয়েছি। তারা একই সময় উল্লেখ করে একাডেমি ব্যবহারের আবেদন করেছেন। একই সময়ে দুই গ্রæপের পাল্টা-পাল্টি কর্মসূচির কারণে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি’। 8,952,923 total views, 8,673 views today |
|
|
|