সেপ্টেম্বর ২৭, ২০২০
জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবনের উদ্বোধন করলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরাবাসী এখন সৌভাগ্যবান। সাতক্ষীরাতে এখন পাসপোর্ট ও ভিসা অফিসসহ সকল ধরনের সুবিধা ও সেবা ঘরে বসে পাওয়া যাচ্ছে। গুরুতর রোগীদের জীবনের ঝুঁকির কথা ভেবে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে বাস টার্মিনাল সরিয়ে শহর বাইপাসের পাশে নেওয়া হবে এবং ঐ স্থানে জেলা মডেল মসজিদ নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাতক্ষীরায় সকল সেক্টরে আরো বেশি উন্নয়ন হবে। সেজন্য দরকার সকলের সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধতা। জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে দেশ সুস্থ ও ভাল থাকবে। সেজন্য সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তব্যের শেষে করোনার সংক্রমণ রোধে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহŸান জানান এমপি রবি’। 8,951,811 total views, 7,561 views today |
|
|
|