সেপ্টেম্বর ২৬, ২০২০
প্রতাপনগর ইউপি চেয়ারম্যানের পক্ষে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটি জামায়াত-বিএনপির ষড়যন্ত্রমূলক অপপ্রচার দাবি করে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতাপনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এলাকাবাসীর পক্ষে এ সংবাদ সম্মেলনটি করেন। তিনি বলেন- ২০১৩ সালের ৫ জানুয়ারি সরকার পতন আন্দোলনে জ্বালাও পোড়াও করে রাস্তা অবরোধ, গাছ কাটা, পুলিশের উপর হামলাকারী, সাঈদী মুক্তি-মঞ্চের নেতৃত্ব দানকারী ও নাশকতা মামলার আসামি প্রতাপনগর গ্রামের আলম সরদারের ছেলে মিলন এখন নব্য আওয়ামী লীগার হয়েছেন। মিলন তার অতীতের কর্মকাÐ মুছতে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে আওয়ামী লীগে ঢুকে দলীয় ভাবমূর্তি নষ্ট করতে প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ জাকির হোসেনের ঢাকায় গিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে নানা মনগড়া অপপ্রচার করে যাচ্ছেন। বিগত আম্পানের ৪ মাস ধরে প্রতাপনগর ইউনিয়নটি পানির নীচে তলিয়ে আছে। চেয়ারম্যান সারাক্ষণ জনসাধারণের কথা চিন্তা করে পানি-বন্দী মানুষের দুঃখ দুর্দশা লাঘবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভূমিকা রেখে চলেছেন। এসব হাইব্রিড নেতারা বিপদে জনগণের পাশে না থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ঢাকায় উঠে নানা অপপ্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর, কাবিখা ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে সেগুলি বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এই জামায়াত বিএনপি থেকে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতারা অতীতের মত প্রতাপনগরকে আওয়ামী লীগ শূন্য করতে যে পাঁয়তারা করছে তাদের এ ঘৃণ্য চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দল থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবি সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক বিকাশ কুমার সরকার, সহসভাপতি আবুল বাশারসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 8,956,558 total views, 12,308 views today |
|
|
|