সেপ্টেম্বর ২৬, ২০২০
সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, সাংবাদিকরা দেশ ও জনগণের বন্ধু। তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হয়। একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে যেমন জাতিকে জাগ্রত করতে পারে তেমনি সমাজের অনেক ক্ষতিও করতে পারে। এজন্য সাংবাদিকদের সতর্ক থেকে মানুষের কল্যাণে কাজ করতে হয়। মিথ্যা, অসত্য লেখনীর মাধ্যমে সমাজকে যারা পিছিয়ে দেয় তারা জনগণের শত্রæ। তাদের থেকে সকলকে দুরে থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরাও এগিয়ে যাবে। সাতক্ষীরার উন্নয়ন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে হবে। এজন্য সাংবাদিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান তিনি। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার ৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 8,955,868 total views, 11,618 views today |
|
|
|