ডেস্ক রিপোর্ট : শহরের বাঁকাল ব্রিজ সংলগ্ন ‘ডিসি ইকো পার্ক’ এর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি ডিসি ইকো পার্কের উন্নয়নে চলমান কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডিসি ইকো পার্কের উন্নয়ন কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এ পার্কটি দর্শনার্থীদের জন্য নান্দনিক করে তুলব’। তিনি আরও জানান, ‘দর্শনার্থীদের সুবিধার্থে পার্ক সংলগ্ন লেকের ধারে ভাসমান দোকান বরাদ্দ দেয়া হবে’। এছাড়াও পার্কের উন্নয়ন কাজ সম্পর্কে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সুপ্রভাত সাতক্ষীরার সাব-এডিটর মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।