সেপ্টেম্বর ২০, ২০২০
দাতিনাখালিতে সপ্তাহব্যাপী ক্লাইমেট স্ট্রাইক
হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের দাতিনাখালিতে সপ্তাহব্যাপী ক্লাইমেট স্ট্রাইক ও নানা কর্মসূচি পালন করছে ওই এলাকার যুবরা। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দাতিনাখালি নদীর বেড়ি-বাধে একশান এইড বাংলাদেশের সহযোগিতায় ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে স্থানীরা এ ক্লাইমেট স্ট্রাইকের আয়োজন করে। এ সময় তারা জানান, শুধু ন্যায্যতা নয় উপক‚ল-বাসীর সবুজ ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতে করোনা পরিস্থিতিতেও আমরা রাস্তায় নেমেছি। ঘূর্ণিঝড় আম্পানে নদীর বেড়ি বাধ বার বার ভেঙে যাচ্ছে। তারপরও এই এলাকায় টেকসই কোন উন্নয়ন হয়নি। এ সময় যুবরা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত সকল অবকাঠামোর কথা তুলে ধরে সরকারের কাছে জলবায়ু পরিবর্তনের কারণে তাদের পরিস্থিতি বিশ্ব দরবারে তুলে ধরেন। তারা জানান, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় জলবায়ুর ন্যায্যতার দাবিতে তারা সাতদিন ব্যাপী নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। 8,957,041 total views, 12,791 views today |
|
|
|