নিজস্ব প্রতিনিধি : অমাবস্যার প্রবল জোয়ারে আশাশুনি সদরের জেলেখালি গ্রামের রিং বাঁধ ভেঙে ফের প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে ফারুক হোসেন নামের এক দিনমজুরের ঘর ভেসে গেছ। এছাড়া নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে ওই গ্রামের প্রায় ৮০ টি পরিবার। শনিবার (১৯ সেপ্টেম্বর) খোলপেটুয়া নদীর অস্বাভাবিক জোয়ারে জেলেখালি গ্রামের ফারুকের বাড়ির পাশের রিং বাঁধটি ছাপিয়ে পানি গ্রামের ভেতরে ঢুকতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই ফারুকের টিনের ঘরটিসহ প্রায় ১৫ হাতের মত রিং বাঁধ ভেঙে যায়। খবর পেয়ে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন সেখানে শ্রমিক ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঁধটিতে বাঁশের পাইলিং করে বালির বস্তা দিয়ে মেরামত করা শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঁধটি আটকে দিয়ে জোয়ারের পানি আটকানো হয়েছে। প্রসঙ্গত. গত ২০ মে প্রলয়ঙ্কারী আম্পানে সদরের দয়ারঘাট গ্রামের প্রায় ৫ টি পয়েন্ট ভেঙে জেলেখালি, দয়ারঘাট ও আশাশুনি সদরের একাংশ প্লাবিত হয়ে যায়। এরপর রিং বাঁধ দিয়ে জোয়ারের পানি আটকানো হয়।