সেপ্টেম্বর ১৯, ২০২০
ভোমরা বন্দরে ভারতীয় পেঁয়াজ: গতকাল এসেছে ৩৮ ট্রাক, প্রভাব পড়েনি বাজারে
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে টানা পাঁচ দিন পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হলেও প্রভাব পড়োনি স্থানীয় বাজারে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টা থেকে ভোমরা বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে। তবে যে সকল পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ছাড়ের অনুমোদন পেয়েছে সেই ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন ভোমরা সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দ। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং ডায়রেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রচেষ্টায় ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও সূত্রটি জানায়’। এদিকে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ভারতীয় পেঁয়াজ রফতানি বন্ধ করলেও এ সিদ্ধান্তের আগেই বাংলাদেশ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া শত শত ট্রাক ভর্তি পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারত সরকার। এ বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘অনুমতি পাওয়া পেঁয়াজ ভর্তি ট্রাক রয়েছে ৪০-৪৫টি। এরমধ্যে বিকেল পর্যন্ত ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ প্রবেশ করেছে। এগুলো ছাড়াও ব্যবসায়ীদের আরও ১শ’ ২৫ ট্রাক পেঁয়াজ ভারতে আটকা পড়ে আছে’। ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ৩০টার মত পেঁয়াজ ভর্তি ট্রাক দেশে প্রবেশ করেছে। দিন শেষে সন্ধ্যার পরে জানা যাবে কতগুলো পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করল’। 8,951,409 total views, 7,159 views today |
|
|
|