সেপ্টেম্বর ১৭, ২০২০
করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট : করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার ওমর হোসেনের স্ত্রী তাহমিনা খাতুন (৬৫), তালা উপজেলার মাগুরা বারুইপাড়া এলাকার মৃত শমসের আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৭০), শ্যামনগর উপজেলার চাঁদখালি পাতড়াখোলা গ্রামের হারাণ মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (৭৮), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকার রাসেদুলের ছেলে আব্দুল মজিদ (২৪)। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তাহমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির পর আজ বৃহস্পতিবার ভোর রাত ১টার দিকে মারা যান। একই উপসর্গ নিয়ে রিজিয়া খাতুন গত ২৫ আগস্ট ভর্তির পর আজ ভোর রাত ৩টার দিকে মারা যান। এছাড়া গত ১২ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন বাসুদেব মন্ডল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে তিনি মারা যান। এদিকে, করোনার উপসর্গ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর আব্দুল মজিদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির পর তিনিও বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম আরো জানান, ইতিমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ১০০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের অনুমতি দেয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। 8,959,005 total views, 14,755 views today |
|
|
|