রাকিবুল ইসলাম : করোনা মহামারির কারণে এ বছর সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা না হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্প-দেবী মা মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোলে প্রাচীনতম বটবৃক্ষ তলে অনুষ্ঠিত মনসা পূজায় শত শত নারী ও পুরুষভক্তরা দুধ কলা আর অন্যান্য উপকরণ দিয়ে ভক্তি-শ্রদ্ধায় মা মনসার পূজা দেন। সর্প দেবীকে তুষ্ট করতে সকালে বটবৃক্ষ তলায় মা মনসার পালা গানের আয়োজন করা হয়। এছাড়া মনসা পূজাকে ঘিরে ঐতিহ্যের ধারাবাহিকতায় মন্দিরের পাশেই মুড়ি-মুড়কি, মিষ্টি আর মাটির হাড়ি-পাতিল ও মাটির পুতুলের দোকান বসে। উল্লেখ্য, প্রতি বছর এই দিনে শহরের পলাশপোলে প্রাচীনতম গুড়পকুর পাড়ের এই বটবৃক্ষ তলায় মা মনসার পূজা করা হয় এবং একই দিনে উদ্বোধন করা হয় সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার। তবে করোনা পরিস্থিতে প্রতিকূল পরিবেশের কারণে এবার মা মনসা পূজা পালন হলেও হচ্ছে না গুড় পুকুর মেলা।