সেপ্টেম্বর ১৬, ২০২০
শ্যামনগরে ওয়াই-মুভস্ প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
শ্যামনগর অফিস : শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘পরিত্রাণ’ এর আয়োজনে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সিডা’র অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ওয়াই-মুভস্ প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকশী কাঁথা নারী সংগঠনের পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। ওয়াই-মুভস্ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার দাস। প্রকল্প পরিচিতি সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আনিসুজ্জামান সুমন, তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলা, উপজেলা সমাজ সেবা ফিল্ড সুপারভাইজার রনজিত কুমার মন্ডল, এনজিও সমন্বয়কারী বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, প্রগতি এনজিওর সমন্বয়কারী শেখ রফিকুল ইসলাম, কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সুমন কুমার মালাকার, বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) সাধারণ সম্পাদক মতিন্দ্রনাথ দাস, মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য উৎপল কুমার জোয়াদ্দার, ইউপি মহিলা মেম্বর মিসেস নূরজাহান, সিডিও ইয়ুথ টিম কর্মকর্তা ওসমান গনি, ইয়েস বাংলাদেশের শ্যামনগর উপজেলা সহ-সভাপতি আছিয়া খাতুন, সাধারণ সম্পাদক সুজন কুমার রপ্তান, ইয়েস বাংলাদেশের শ্যামনগর উপজেলা সদস্য জ্যোসনা মন্ডল, দুইজন অভিভাবক, ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সভাপতি ল²ী সরকার সহ ০৯ জন কার্যনির্বাহী কমিটির সদস্য, এনসিটিএফ শ্যামনগর উপজেলা ভলান্টিয়ার মিলন বারুই এবং পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের প্রোজেক্ট অফিসার নয়ন কুমার গাইন। ওয়াই-মুভস্ প্রকল্প সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় স্থান পায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিত্রাণের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার প্রবির সরকার। 8,952,662 total views, 8,412 views today |
|
|
|