সেপ্টেম্বর ১৩, ২০২০
বুড়িগোয়ালিনীতে ৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে নীলডুমুর টাইগার্স ক্লাব চ্যাম্পিয়ন
হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ৮দলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্টে ২-০ গোলে কলবাড়ি পল্লী উন্নয়ন ক্লাবকে হারিয়ে নীলডুমুর টাইগার্স ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলডুমুর টাইগার্স ক্লাব আয়োজিত ইউনিয়নের ফরেস্ট হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের খেলোয়াড় ইসমাইল হোসেন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইমাম হোসেন। খেলায় ধারাভাষ্যকর ছিলেন রবিউল ইসলাম, এ,বি,স কিবরিয়া ও জাফর ইকবল। রেফারির দায়িত্ব পালন করেন মনজুর এলাহী ও গোলাম হোসেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে খেলা উপভোগ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। এছাড়াও বুরিগোয়ালিনি ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল, ফারুক হোসেন, বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ খান শরিফুল ইসলাম, ইউপি সদস্য জিএম রউফ, ডা. আব্দুল গনি, মাস্টার মুজিবুর রহমান, আমজাদ হোসেন মোল্লা সহ শত শত ক্রীড়াপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করে। 8,956,971 total views, 12,721 views today |
|
|
|