নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় সাদিয়া নামের ৩ বছর বয়সের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বুধহাটা গ্রামের মফিজুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুন দুপুর ১ টার দিকে বাড়ির সামনে খেলা করছিল। সকলের চক্ষু ফাঁকি দিয়ে সে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। বেলা ৩ টার দিকে লোকজন পাশের পুকুরে নেমে হাতড়িয়ে তার মৃতদেহের সন্ধান পায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।