নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভায় ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার। সিএইচসিপিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতি বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। আজ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে। সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩১ জন সিএইচসিপি, পরিসংখ্যান, ভায়া কর্ণার সহ অফিসে মোট ৩৪ টি ল্যাপটপ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ্, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, পরিসংখ্যানবিদ আব্দুল খালেক প্রমুখ।