সেপ্টেম্বর ১২, ২০২০
আশাশুনির হাজরাখালি টু কোলা রিং বাঁধের কাজ চলছে দ্রুত গতিতে
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি টু কোলা বিকল্প রিং বাঁধের কাজ চলছে দ্রæত গতিতে। বাঁচার তাগিদে হাজার হাজার পানি বন্দী মানুষ সতঃস্ফ‚র্তভাবে স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণের কাজ করে যাচ্ছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভাঙন কবলিত ৬ কি.মি. এলাকার রিং বাঁধে কাজ করার জন্য সহ স্বেচ্ছা শ্রমিক নিয়ে হাজির হন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। তিনি বলেন, ‘জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার দিকনির্দেশনায় বিস্তীর্ণ এলাকার পানি আটকাতে আমরা বিকল্প বাঁধ হিসেবে রিং বাঁধ বাধার জন্য এসেছি’। শ্রীউলা ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে শ্রীউলা ইউনিয়নের কয়েক হাজার মানুষ সরকারি সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে গত কয়েকদিন যাবৎ কাজ করে চলেছি। ইতোমধ্যে রিং বাঁধের অধিকাংশ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী দুই/তিন দিনের মধ্যে সম্পূর্ণ রিং বাঁধটির কাজ শেষ হবে। তিনি এ কাজে অংশগ্রহণের জন্য আশাশুনি ও শ্রীউলা ইউনিয়নের মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। প্রসঙ্গত. ঘূর্ণিঝড় আম্পানে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি ও প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া বেড়ি-বাঁধ ভেঙে শ্রীউলা ইউনিয়নের ২২টি গ্রাম, প্রতাপনগরের কোলা, হিজলিয়া গ্রাম প্লাবিত হয়। পরবর্তীতে ২০ আগস্ট অতি বর্ষণ ও প্রবল জোয়ারের কারণে ভাঙন কবলিত শ্রীউলা ইউনিয়নের পানিতে আশাশুনি সদর ইউনিয়নের ৮ টি গ্রামও প্লাবিত হয়। হাজরাখালি টু কোলা এই রিং বাঁধের কাজ সম্পন্ন হলে আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ও শ্রীউলা ইউনিয়নের ২০টি গ্রাম জোয়ার-ভাটার হাত থেকে রক্ষা পাবে। সাধারণ মানুষ আবার তাদের বাড়ি ঘরে ফিরে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। 8,955,464 total views, 11,214 views today |
|
|
|