সেপ্টেম্বর ৭, ২০২০
সদর হাসপাতালে অফিস সহায়কের উপর হামলার অভিযোগ
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর হাসপাতালের এক অফিস সহায়কের উপর হামলার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, ‘দিপ নামে একজন রোগী পেটের ক্ষত নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসে। সে সময় রোগীর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার শারমিন ফিরোজ রোগীকে খুলনায় নিয়ে যেতে বললে রোগীর সাথে থাকা স্বজনরা অকথ্য ভাষায় গালিগালাজ ও কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে রোগীর এক স্বজন উত্তেজিত হয়ে অফিস সহায়ক (আউটসোর্সিং) মোবাশ্বিরুল প্লেকে চড় মারে। এরপর সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে সব রোগের চিকিৎসা হয় না বলে রোগীকে খুলনায় নিতে বললে ওই রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে কথা কাটাকাটি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখলে সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে বলে সবাই ধারণা করছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘তদন্তের স্বার্থে ৩ জনকে আটক করা হয়েছে’। 8,947,698 total views, 3,448 views today |
|
|
|