সেপ্টেম্বর ৫, ২০২০
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও গাঁজাসহ আটক-৩
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১ টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ২২টি ম্যাগাজিন ও ১৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (০৫ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তের কাঁচা রাস্তার পাশে থেকে এ অস্ত্রের চালানটি আটক করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজাবার রহমানের ছেলে সাজজুল (৩০), স্বরবাংহুদা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাফেদ বিশ্বাসের ছেলে আলমগীর (৪০)। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিকালে সাংবাদিকদের জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ একটি অস্ত্রের চালান এনে ঘিবা মাদ্রাসার পাশে কাচা রাস্তায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানসহ তাদেরকে আটক করে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও গাঁজা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। 8,546,339 total views, 13,671 views today |
|
|
|