নিজস্ব প্রতিনিধি : ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আশাশুনিতে অভ্যন্তরীণ জলাভূমি, প্রাতিষ্ঠানিক পুকুর ও অন্যান্য জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) দুপুরে মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, জেলার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমূখ।
এদিন আশাশুনিতে ৪৩৪ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।