সেপ্টেম্বর ৩, ২০২০
সাবিনা ইয়াসমিনের ৬৬ তম জন্মদিন শুক্রবার
ডেস্ক রিপোর্ট : সুরের রানী বিশ্ব বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনের ৬৬ তম জন্মবার্ষিকী কাল। ১৯৫৪ সালের (০৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মুকুন্দপুর গ্রামের লুতফর রহমান ও বেগম মৌলুদা খাতুনের কন্যা। দাম্পত্য জীবনে সাবিনা ইয়াসমিন এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। তিনি ওস্তাদ পি.সি গোমেজের কাছে একটানা ১৩ বছর তালিম নিয়েছেন। মাত্র ৭ বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশ নেন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসাবে রেডিও-টেলিভিশনে নিয়মিত গান গেয়েছেন। প্রয়াত বরেণ্য সুরকার সংগীত পরিচালক রবিন ঘোষের সংগীত পরিচালনায় এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমাতে ১৯৬২ সালে শিশু শিল্পী হিসাবে প্রথম গান করেন। তবে ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নূরুল হক বাচ্চু পরিচালিত আলতাফ মাহমুদের সংগীত পরিচালনায় ‘মধু জোছনা দীপালি’ গানটি গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর লাভ করা বরেণ্য এই সংগীত শিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পদক সহ সর্বোচ্চ ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালে আতাউর রহমান পরিচালিত সুজন সখী, সিনেমাতে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 8,954,787 total views, 10,537 views today |
|
|
|