শ্যামনগর অফিস : শ্যামনগরের সাবেক বন কর্মকর্তা মরহুম শামছুর রহমান গাজীর স্ত্রী ও সোনালী কম্পিউটার নামিয় দোকানের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দিকীর মাতা নুরজাহান বেগম(৬৫) বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নলতা বাজারের সন্নিকটে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন হাই প্রেশার ও হার্ট সমস্যায় ভুগছিলেন। শ্যামনগরের বাদঘাটায় নিজ বাড়িতে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নুর কম্পিউটার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজ।