আগস্ট ২৭, ২০২০
সাতক্ষীরায় এক কৃষকের সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বিমাতা ভাই কর্তৃক জমি লিখে দেয়ার জন্য বায়নাপত্র করার পর জমি বা টাকা ফেরত না দিয়ে উল্টো এক কৃষককে খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়া ও মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলার শ্রীপুর (আগরদাঁড়ী) গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে কৃষক মো. আব্দুল হাই। লিখিত বক্তব্যে তিনি বলেন, কৃষি কাজের পাশাপাশি আমি পোল্ট্রি খামার করার পরিকল্পনা করি। এমতাবস্থায় আমার বিমাতা ভাই আসাদুজ্জামান ৬ শতক জমি বিক্রির কথা বললে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ২০১৮ সালের জুলাই মাসে বায়না প্রদান করি। পরে ২ লাখ টাকা ব্যয় করে আমি উক্ত জমিতে একটি মুরগির খামার করে অদ্যাবধি ব্যবসা পরিচালনা করে আসছি। গত কয়েক মাস আগে আমার বিমাতা ভাই আসাদুজ্জামান জমি অন্যত্রে বিক্রি করেছে জানিয়ে আমাকে খামার ভেঙে নিতে বলে। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠক বসলে পোল্ট্রি খামার, ঘর নির্মাণ বাবদ খরচ ও বায়নার টাকাসহ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা আমাকে দেয়ার শর্তে সেখান থেকে আমার পোলট্রি খামার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে আসাদুজ্জামান সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে টাকা না দিয়ে উল্টে আমাকে হুমকি-ধামকি দিচ্ছে ও জামায়াত নেতা বানিয়ে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আব্দুল হাই অভিযোগ করে বলেন, সম্প্রতি জানতে পারলাম আমার মেজো ভাই আব্দুর রউফের ছেলে আব্দুর রাজ্জাক গোপনে ওই সম্পত্তি কয়ে করেছে। অথচ মাত্র সাত বছর বয়সে আব্দুর রাজ্জাককে ফেলে রেখে তারা পিতা আব্দুর রউফ চলে যায়। সেখান থেকে আমি ও আমার স্ত্রী তাকে কালে পিঠে করে মানুষ করেছি। এমনকি ভাইপো আব্দুর রাজ্জাকের জাতীয় পরিচয় পত্রে পিতা ও মাতার নামের স্থানে আমার ও আমার স্ত্রীর নাম লেখা। আমাদের সাথে প্রতারণা করায় ক্ষোভে দুঃখে আমি তার জাতীয় পরিচয়পত্র থেকে আমাদের নাম পরিবর্তন করে দিতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমাদেরকে খুন জখমসহ নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, আমার ধারণা সম্পত্তির ভাগ নেয়ার জন্য কৌশলে রাজ্জাক জাতীয় পরিচয় পত্রে আমাদের স্বামী-স্ত্রীর নাম ব্যবহার করেছে। ছোট বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার পর প্রতিষ্ঠিত হয়ে আজ সে আমাদেরকে পথে বসানোর পাঁয়তারা চালাচ্ছে। এমনকি খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আমার বিমাতা ভাই আসাদুজ্জামান। তারা দু’জনে মিলে ওই জমি এবং বায়নার টাকা অত্মসাতের উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি আওয়ামী পরিবারের সন্তান হওয়া স্বত্বেও তাদের স্বার্থ হাসিলের জন্য আমাকে একটি বিতর্কিত দলের নেতা বানানোর জন্য পত্র পত্রিকায় মিথ্যে তথ্য দিয়ে ভিত্তিহীন একাধিক সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি জমির বায়নার টাকা উদ্ধার ও খুন জখমের হুমকি ধামকির হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। 8,959,838 total views, 15,588 views today |
|
|
|