নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় মৎস্য চাষীদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় টিএমএসএস’র আয়োজনে আটুলিয়া ক্লাব হাট মোড় যোগীন্দ্রনগর ঈদগাহ ময়দানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার সিনিয়ন মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন সাগর। এসময় অরো উপস্থিত ছিলেন, সেফটি প্রকল্পের অফিসার মো. সাঈদূর হক, এইও মো. খবির হোসেন, বেলাল হোসেন প্রমুখ। এসময়, কিভাবে অল্প বিনিয়োগে বেশি বাগদা উৎপাদন করা যায় সে বিষয়ে মৎস্য চাষীদের কারিগরি পরামর্শ দেওয়া হয়।
8,856,002 total views, 3,274 views today