প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের নবাগত উপ-পরিচালক মো: মাহŸুব আলম। এসময় তিনি সাতক্ষীরা প্রেসক্লাবে নিরাপত্তার সার্বিক দিক বিবেচনা করে একটি অগ্নি নির্বাপন যন্ত্র প্রদান করেন। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলানয়তনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ শেষে অগ্নি নির্বাপন যন্ত্রটি প্রদান করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম এটি গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত-স্বাধীন এর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: আবুল কালাম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য, মোহাম্মদ আলী সুজন, ফায়ার ফাইটার মো: আবুল কাশেম, সাংবাদিক আমিনুর রশিদ, এম ঈদুজ্জামান ইদ্রিস, এম রফিক, এসএম মহিদার রহমান, শেখ হাসান গফুর, শেখ আমিনুর রশিদ সুজন ও সম মশিউর রহমান ফিরোজ প্রমুখ।
উপ-পরিচালক মো: মাহাŸুব আলম বলেন সাতক্ষীরা প্রেসক্লাবের অগ্নি দুর্যোগ কালীন এটি ব্যবহার করতে হবে এবং অগ্নিসংযোগ যাতে না হয় সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।