আগস্ট ৭, ২০২০
দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির মৃত্যুতে এমপি রবির শোক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আব্দুল গনি শুক্রবার ভোর ০৪টার সময় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল গনির মৃত্যুতে এমপি রবি বলেন, আমি সার্বক্ষণিক তার ছেলের সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছিলাম। সাতক্ষীরাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আব্দুল গনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনির মৃত্যুতে সাতক্ষীরার দেবহাটা নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল গনির বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। সেই সাথে সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা ও নিরাপদ স্বাস্থ্য বিধি মেনে চলার আহŸান জানিয়েছেন এমপি রবি। 8,952,251 total views, 8,001 views today |
|
|
|