জুলাই ২৭, ২০২০
যেখানেই থাকি কালিগঞ্জবাসীকে মনে রাখবো: বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলামকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি জামিরুল ইসলাম বলেন, আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদেরকে অবশ্যই বদলী জনিত কারণে বিদায় নিতে হবে। আমি যোগদানের পর আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও এই এলাকার সাধারণ মানুষকে সেবা দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। এলাকার মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধসহ সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করেছি। কালিগঞ্জবাসী আমাকে সকল ক্ষেতে সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার দায়িত্ব পালন করাকালীন জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনসহ কয়েকটি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সকলের সহযোগিতায় সম্পন্ন করেছি।
এই অঞ্চলের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। চাকুরি জীবনে যেখানেই থাকি না কেন কালিগঞ্জবাসীকে সারাজীবন মনে রাখবো।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবলা আহমেদ প্রমুখ।
8,958,918 total views, 14,668 views today |
|
|
|