জুলাই ২৬, ২০২০
আবু সায়ীদের অকাল মৃত্যুতে এস.এম শওকত হোসেনের শোক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ এঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন। মোহাম্মদ আবু সায়ীদ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এস.এম শওকত হোসেন বলেন, মোহাম্মদ আবু সায়ীদ বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। ঢাকায় তার ব্যবসা ও বাড়ি থাকা শর্তেও তিনি সাতক্ষীরার মানুষদের ভালোবেসে সাতক্ষীরায় থেকে গেছেন এবং আওয়ামী লীগের সুখে দুঃখে আমাদের পাশে থেকে রাজনীতি করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সাতক্ষীরাবাসিকে শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন তিনি। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে মোহাম্মদ আবু সায়ীদ এঁর অকাল মৃত্যুতে শহরের পুরাতন সাতক্ষীরার নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ আবু সায়ীদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন। 8,951,248 total views, 6,998 views today |
|
|
|