জুলাই ২৫, ২০২০
খাজরায় গ্রাম আদালতের মাধ্যমে পাওনা টাকা আদায়
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় গ্রাম আদালতের সুষ্ঠু বিচারের মাধ্যমে পাওনা টাকা ফিরে পেলেন সুফিয়া বিবি(৩৫)। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে জমির হারী বাবদ ৪ হাজার টাকা আবেদনকারী সুফিয়া বিবির হাতে তুলে দেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল। খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত ছবর আলীর মেয়ে সুফিয়া বিবি একই গ্রামের মৃত হাজরা মোড়লের ছেলে পারেজ মোড়লের বিরুদ্ধে জমির হারি বাবদ পাওনা ৪ হাজার টাকা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ৮নং খাজরা ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের দে. ১৯/২০ নং মামলা দায়ের করেন। মামলায় উভয় পক্ষের মনোনীত প্রতিনিধি নিয়ে গ্রাম আদালত গঠন করা হয় এবং উভয় পক্ষের উপস্থিতিতে বিচার্য বিষয় নির্ধারণ পূর্বক প্রাক বিচারের মাধ্যমে বিরোধীয় বিষয়টি আপোশ নিষ্পত্তি হলে আবেদনকারী সুফিয়া বিবিকে তার পাওনা টাকা বিবাদী পরিশোধ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিত ঘোষ, গ্রাম আদালত সহকারী শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন সানা, গ্রাম পুলিশ ফয়সাল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 8,953,074 total views, 8,824 views today |
|
|
|