জুলাই ২৩, ২০২০
মোটর সাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনা: পথচারী নিহত, গুরুতর আহত চোর
নিজস্ব প্রতিনিধি : মোটর সাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত ও চোর গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে কালিগঞ্জের সদর ওয়াহেদুজ্জামান মোড়ে। সড়ক দুর্ঘটনায় নিহত পথচারী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর এলাকার মৃত জালাল তালুকদারের ছেলে আব্দুল কুদ্দুস (৭৫)। গুরুতর আহত চোর শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার মৃত রুস্তুম গাজীর ছেলে রাশেদুল ইসলাম ওরফে নুনু (৪৫)। সূত্র জানায়, শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার মোহাম্মাদ শওকত আলীর ছেলে বেল্লাল হোসেনের ব্যবহৃত মোটর সাইকেল বুধবার রাত ৮ টার দিকে চুরি পালিয়ে যাচ্ছিল একই এলাকার রুস্তুম আলীর ছেলে চিহ্নিত চোর রাশেদুল ইসলাম। পথিমধ্যে দ্রæতগামী ওই মোটর সাইকেল কালিগঞ্জের সদর ওয়াহেদুজ্জামান মোড় এলাকায় পৌঁছে এক পথচারীকে ধাক্কা দেয়। এসময় উভয় রাস্তার উপর লুটিয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আব্দুল কুদ্দুস ও চোর রাশেদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় আব্দুল কুদ্দুসকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে চোর রাশেদুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 8,952,591 total views, 8,341 views today |
|
|
|