স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা অধিকার আইনে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ৬ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন। সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ‘ওজনে কম দেওয়া, মুদি দোকানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিএসটিআই অনুমোদনহীন বডি স্প্রে বিক্রয়ের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, বাজার পরিদর্শনের সময় সব দোকানিকে সঠিক ওজন ও মূল্য তালিকা দেখিয়ে পণ্য বিক্রিসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে’।