জুলাই ২১, ২০২০
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির উপহার পেল উপকূলের অসহায় মানুষ
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে উপক‚লের বানভাসিদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলার আশাশুনির চাকলা এবং খুলনা জেলার কয়রার বেদকাশি পয়েন্টে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপহার নিয়ে পৌঁছে যান বানভাসিদের দ্বারে দ্বারে। ইয়ুথ সোসাইটি ফাউন্ডেশন, প্রদৃপ্ত-সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সংগঠক শাহিন বিল্লাহ জানান, মাতৃভূমির প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি। আমাদের যাত্রাপথের সকল শুভাকাক্সক্ষীদের প্রতি অসীম কৃতজ্ঞতা। সাতক্ষীরা জেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মোর্চা হিসেবে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু হয় ২০১৮ সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ শাকিল হোসেন বলেন, ছাত্র বান্ধব সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে ২০১৮ সালে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি যাত্রা শুরু করেছিল। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করব। 8,952,389 total views, 8,139 views today |
|
|
|