জুলাই ১৬, ২০২০
কালিগঞ্জে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ আরও ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শকসহ ৩ পুলিশ সদস্য, ৫ ব্যাংক কর্মকর্তাসহ আরও ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ১৩ জুলাই ২৪ জনের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। ১৬ জুলাই ল্যাব থেকে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাস (৪০), পুলিশের বিশেষ শাখার সদস্য নাজমুল আলম (৪৬), পুলিশের নারী সদস্য রিক্তা পারভীন (২৬), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখার কর্মকর্তা যথাক্রমে এইচ এম খায়ররুল্যাহ (৩৬), হাবিবুর রহমান (৪০), ফয়সাল মাহমুদ (৩২), সিদ্দিকুর রহমান (৪১), মো. সায়ফুল্যাহ (৪০) এবং কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের শেখ আব্দুর রউফের ছেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত শেখ আব্দুর রাজ্জাক (৩২)। এছাড়া অপর আক্রান্ত ব্যক্তি দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে নলতা আহছানিয়া মিশন জেনারেল অ্যান্ড চক্ষু হাসপাতালে কর্মরত খায়রুল ইসলাম (২৪)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান আরও জানান, উপজেলা থেকে এ পর্যন্ত ২৮৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯২ জনের। আর ইতোমধ্যে ৩৬ জন সুস্থ হয়েছেন। 8,952,395 total views, 8,145 views today |
|
|
|