জুলাই ১৬, ২০২০
সাতক্ষীরায় ট্রাকের চাকা নিভিয়ে দিল আওয়ালের জীবন প্রদীপ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শহরে ট্রাক চাপায় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মইনুল ইসলাম আওয়াল নিহত হয়েছেন (ইন্নালিল্লহি…….রাজিউন)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে শহরের মুন্সিপাড়ায় এস.এস ভিলার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। সদর উপজেলা মুন্সিপাড়া এলাকার খোকনের ছেলে মইনুল ইসলাম আওয়াল (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আওয়াল মোটরসাইকেলে বাড়ি থেকে বাহির হয়ে শহরের পাওয়ার হাউজ সংলগ্ন তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সিপাড়ায় এস এম ভিলার সমানে পৌঁছালে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক (যার রেজিস্ট্রেশন নং- যশোর ট-১১-৩২২৩) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আওয়াল সড়কে ছিটকে পড়লে ঘাতক ট্রাকের চাকা তার ডান হাতের ওপর উঠে যায়। এতে তার ডান হাত ভেঙে চূর্ণ-বিচূর্ণসহ তার মুখ ও বুকের অধিকাংশ স্থানে ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাতপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চুকনগর এলাকায় গিয়ে তিনি মারা যান। সাতক্ষীরা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 8,960,862 total views, 16,612 views today |
|
|
|